Friday, August 29, 2025
Homeবিনোদনমাঠে বিরুষ্কার আনন্দঘন মুহূর্ত; রাহুলের প্রশংসায় সুনীল শেট্টি

মাঠে বিরুষ্কার আনন্দঘন মুহূর্ত; রাহুলের প্রশংসায় সুনীল শেট্টি

ওয়েব ডেস্ক: রবিবার ম্যাচ জেতার পর বিরাট কোহলিকে(Virat Koholi) দৌড়ে আসতে দেখল দর্শকরা গ্যালারির সিঁড়ি থেকে, অনুষ্কা শর্মা(Anushka Sharma) নেমে এলেন সিঁড়ি দিয়ে। দুজনের চোখে মুখে তখন খুশির হাসি। স্ত্রী অনুষ্কাকে আলিঙ্গন করলেন বিরাট। অনুষ্কা পড়েছিলেন ডেনিম শর্টস আর শার্ট। তারপর গ্যালারি থেকে মাঠে নেমে যান অভিনেত্রী। ভারতের জয়ের(India Wins) সঙ্গে সঙ্গে যেন দৃশ্যপট পরিবর্তন হয়ে যায়। দুজনে আলিঙ্গন করার পর কখনো দেখা যায় পরস্পরের কাজে হাত রেখে তারা দাঁড়িয়ে আছেন। আবার কখনো বিরাটের চুল ঠিক করে দিচ্ছেন যত্ন করে স্ত্রী অনুষ্কা। এমন আবেগ হল বেশকিছু মুহূর্ত দর্শকরাও মোবাইল ক্যামেরাবন্দি করেছেন। যা এখন নেট দুনিয়ায় ভাইরাল।

আরও পড়ুন:‘আইফা’ সেরা অভিনেতা ট্রফি পেলেন কার্তিক আরিয়ান; আর কারা বাজিমাত করলো!

অন্যদিকে ভারতের জয়ে জামাই কে এল রাহুলের(K L Rahul) প্রশংসায় ভাসিয়ে দিয়েছেন আর এক বলিউড অভিনেতা সুনীল শেট্টি(Sunil Setti)। সুনীলের পোস্ট দেখে ডিজাইন লিখেছেন,’ইতনা সাপোর্ট তো মেরা আপনা বাপ ভি না কারে; শ্বশুর হো তো অ্যাইসা’। ফাইনালে নিউজিল্যান্ডকে(New Zealand) হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতে নিয়েছে ভারত। সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা আর অভিনন্দন বাচ্চার বন্যা বইছে। ক্রিকেটারদের অভিনন্দন জানাতে বলিউড তারকারাও পিছিয়ে নেই। ফাইনালে রাহুলের পারফরমেন্সে উচ্ছ্বসিত স্ত্রী আথিয়া শেট্টিও(Athiya Shetty)। জামাই এর ছবি পোস্ট করেছেন সুনীল নিজে। যেখানে ভারতীয় দলের দুর্দান্ত জয়ের পর মাঠ ছাড়ার আগে রাহুলকে আকাশের দিকে তাকিয়ে ব্যান্ড উপরের দিকে তুলে ধরতে দেখা যাচ্ছে। ক্যাপশনে শ্বশুর সুনীল লিখেছেন, ‘ভারতের ইচ্ছা! রাহুলের কমান্ড…’

Read More

Latest News